সাবস্ক্রিপশন নীতিমালা:
১• একজন গ্রাহক সর্বোচ্চ একটি প্রিমিয়াম গ্রহণ করতে পারবে।
২• একজন গ্রাহক তার চলমান প্রিমিয়াম আপগ্রেড করতে পারবে না।
৩• প্রিমিয়ামের ভ্যালিডিটি শেষ না হওয়া অথবা বাতিল না করা পর্যন্ত গ্রাহক প্রিমিয়াম আপগ্রেড করতে পারবে না এবং ডাউনগ্রেডও করতে পারবে না।
৪• ভ্যালিডিটি শেষ হবার পর অথবা বাতিল করার পর গ্রাহক আবার যেকোনো প্রিমিয়াম কিনতে পারবে। এক্ষেত্রে তাকে প্রিমিয়ামের চলমান মূল্য পরিশোধ করতে হবে।
৫• উল্লেখ্য যে soldjar.com যেকোনো সময় প্রিমিয়াম সমূহের মূল্য পরিবর্তনের অধিকার রাখে।
৬• তাই সব সময় সংযুক্ত থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন আমাদের আধুনিক সেবা সমূহ