Terms & Conditions
পণ্য ক্রয় বা বিক্রয় এবং আরো অনেক কিছুর বিষয়ে আমাদের নীতিগুলি বোঝার জন্য soldjar.com এর নিয়ম ও শর্তাবলী অন্বেষণ করুন। আমাদের ওয়েবসাইটে ক্রয় বা বিক্রয় করার সময় আমরা কীভাবে আপনার নিরাপত্তা এবং সন্তুষ্টিকে অগ্রাধিকার দিই তা জানুন। সম্মানিত গ্রাহক, soldjar.com সবসময় তার গ্রাহকদের সর্বাধিক গুরুত্ব দেয়। উন্নত গ্রাহক পরিষেবা, সময়োপযোগী সহায়তা এবং দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করতে কিছু নিয়ম অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে। soldjar.com থেকে পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় সম্মানিত গ্রাহকদের নিম্নলিখিত নির্দেশিকাগুলি মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
১• আপনার সম্পর্কিত প্রয়োজনীয়ত কিছু তথ্য সঠিকভাবে দিয়ে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।
২• সাবস্ক্রিপশন কেনার আগে সাবস্ক্রিপশন নীতিমালা ভালোভাবে পড়ে নিন।
৩• সব রকম সাবস্ক্রিপশন নীতিমালা ভালোভাবে বুঝে নিয়ে কোনটি আপনার জন্য উপযুক্ত তা মনস্থির করুন।
৪• সাবস্ক্রিপশন বাতিল নীতিমালা ভালোভাবে বুঝে নিন।
৫• আপনার পণ্যটি বিক্রয় করার জন্য পণ্যটি সম্পর্কিত যাবতীয় তথ্য উল্লেখ করুন এবং চেষ্টা করুন একটি ভালো ছবি দেয়ার।
৬• পণ্য সম্পর্কে আরো কিছু জানাতে চাইলে নিচের ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন।
৭• কোন ধরনের আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য আমাদের ওয়েবসাইটে দেয়া যাবে না।
৮• কোন ধরনের ধারালো অস্ত্র বিক্রির জন্য আমাদের ওয়েবসাইটে দেয়া যাবে না।
৯• কোন ধরনের খাবার বিক্রির জন্য আমাদের ওয়েবসাইটে দেয়া যাবে না।
১০• কোন ধরনের জীবন্ত বা মৃত পশু পাখি বিক্রির জন্য আমাদের ওয়েবসাইটে দেয়া যাবে না।
১১• যে কোন ধরনের প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির জন্য আমাদের ওয়েবসাইটে দেয়া যাবে না।
১২• কোন ধরনের মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য এবং ঔষধ বিক্রির জন্য আমাদের ওয়েবসাইটে দেয়া যাবে না।
১৩• কোন ধরনের রাসায়নিক পদার্থ বিক্রির জন্য আমাদের ওয়েবসাইটে দেয়া যাবে না।
১৪• কোন ধরনের গাছপালা বিক্রির জন্য আমাদের ওয়েবসাইটে দেয়া যাবে না।
১৫• উপরে উল্লেখিত যাবতীয় পণ্যের এডভার্টাইজমেন্ট এবং ছবি এই ওয়েবসাইট যেকোনো সময় বাতিল করার ক্ষমতা রাখে। এক্ষেত্রে বিক্রেতাকে কোন কিছু জানাতে এই ওয়েবসাইট বাধ্য নয়।
১৬• এছাড়াও অন্য যে কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এই ওয়েবসাইট যেকোনো সময় বাতিল করার ক্ষমতা রাখে এক্ষেত্রে বিক্রেতাকে জানিয়ে দেয়া হয়।
১৭• পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্য সম্পর্কিত যাবতীয় তথ্য ভালোভাবে দেখে নিন।
১৮• পণ্যের দাম নিয়ে বিক্রেতার সাথে যোগাযোগের জন্য আমাদের চ্যাট অপশন ব্যবহার করুন।
১৯• কথোপকথনের ক্ষেত্রে সংযত ভাষা ব্যবহার করুন।
২০• ডেসক্রিপশন বক্সে কিছু লেখা থাকলে তাও ভালোভাবে পড়ে নিন।
২১• পণ্য সম্পর্কিত যাবতীয় তথ্যের সত্যতার দায়ভার এই ওয়েবসাইট বহন করে না। এছাড়াও পণ্য সম্পর্কিত যেকোনো তথ্য এই ওয়েবসাইট নিজে থেকে দিতে বাধ্য নয়।
২২•এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে পণ্যের ওয়ারেন্টি বা গ্যারান্টি বিষয়ক কোন ব্যাপার আমাদের এই ওয়েবসাইটের সাথে সম্পর্কিত নয়। এটি ক্রেতা ও বিক্রেতার মাঝে চুক্তির ব্যাপার।
২৩• এছাড়াও ক্রেতা ও বিক্রেতার মাঝে পণ্যটি নিয়ে কিভাবে ও কোথায় চুক্তি হবে সে ক্ষেত্রেও এই ওয়েবসাইট কোন হস্তক্ষেপ করে না।